বিজ্ঞান মুসলামান উনাদেরই অবদান।
মুসলমান উনারাই সমস্ত জ্ঞান-বিজ্ঞানের প্রতিষ্ঠাতা।বিজ্ঞান মুসলমান উনাদের শুধুমাত্র অবদান নয়, উনারাই ।
বিজ্ঞানের সমস্ত শাখার জন্মদাতা মুসলমানগণ। চিকিৎসাবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, গণিতবিজ্ঞান, আলোকবিজ্ঞান, মহাকাশবিজ্ঞান, দর্শনসহ সাহিত্য ও কাব্যচর্চাতে পৃথিবীতে বড় বড় বিশ্ববিদ্যালয়, লাইব্রেরী ও গবেষণাগার প্রথম উপহার দিয়েছিলেন মুসলমান উনারা।
বিজ্ঞানের উপর মুসলমান উনাদের যেসব মূল্যবান প্রাচীন গ্রন্থ পাওয়া যায়; আজও তা বিজ্ঞান জগতের পুঁজির মতো ব্যবহৃত হচ্ছে। ২৭৫টি গবেষণামূলক পুস্তক যিনি একাই লিখেছেন তিনি হচ্ছেন জনাব আলকিন্দি।
মুসলমান উনাদের হীনমোন্নতার কোনো কারন নেই বিজ্ঞানের প্রত্যেকটি শাখায় মুসলমান বিজ্ঞানবিদরাই মুল ধারনাটা দিয়ে গেছেন পড়ে অমুসলিমরা এগুলো চুরি করে নিজের নামে চালিয়ে দিয়েছে।
আপনাদের জন্য সুখবর!
"বিজ্ঞান মুসলামন উনাদেরই অবদান" নামক প্রথম থেকে নবম খন্ড পর্যন্ত নয়টি খন্ড আমাদের রিসার্চ সেন্টার থেকে বেড় করা হয়েছে আপনারা বিজ্ঞান মুসলমান উনাদের অবদান সম্পর্কে আরো বিস্তারিত জানতে খন্ডগুলো সংগ্রহ করতে পারেন।