সুন্নত.ইনফো ×
 

মহামান্বিত দশ দিন ও দশ রাত্রি

  • ৳ ৬০


মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন –

“মহান আল্লাহ পাক উনার পবিত্র দিবসসমূহ সর্ম্পকে তাদেরকে স্মরণ করিয়ে দিন। নিশ্চয়ই উক্ত দিবসসমূহের মধ্যে প্রত্যেক ধৈর্যশীল ও কৃতজ্ঞ বান্দাদের জন্য নিদর্শনাবলী রয়েছে।” [পবিত্র সূরা ইবরাহীম শরীফ : ৫]

সম্মানিত দ্বীন ইসলামে বান্দার ফযীলত অর্জনের জন্য মহান আল্লাহ পাক অনেক বিশেষ বিশেষ দিবস সমূহ দান করেছেন যেন সেসব দিবসে ইবাদত-বন্দেগী করে বান্দা অনেক লাভবান হতে পারে। সর্বপরি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি অর্জন করতে পারে।

পবিত্র যিলহজ্জ শরীফ মাসের প্রথম দশ দিন ও দশ রাত্রি এমনই কিছু বিশেষ দিন ও রাত্রি। যার মধ্যে মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি অর্জনের মাধ্যম রেখেছেন। এই দিন ও রাত্রি সমূহের আমলের ফযীলত, মর্যাদা- মর্তবা মুবারক সম্পর্কে পবিত্র আয়াত শরীফের সাথে সাথে অসংখ্য পবিত্র হাদীছ শরীফ বর্ণিত রয়েছে। মহান আল্লাহ পাক তিনি বিশেষভাবে পবিত্র সূরা ফজর শরীফের শুরুতেই পবিত্র যিলহজ্জ শরীফ মাসের প্রথম দশ দিন ও দশ রাত্রির অনন্য খুছূছিয়ত মুবারক সম্পর্কে ঘোষণা করেছেন, উনাদের শ্রেষ্ঠত্বের কথা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ!

এই পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার মধ্যে করনীয় কিছু বিশেষ আমল সম্পর্কেই মূলত এই বইয়ে পর্যায়ক্রমে বর্ণনা করা হয়েছে। নিঃসন্দেহে এই বই পবিত্র যিলহজ্জ শরীফ মাসের আমলের ক্ষেত্রে বিশেষভাবে দিক নির্দেশনা দান করবে। সুবহানাল্লাহ!


পবিত্র যিলহজ্জ শরীফ মাসের প্রথম দশ দিনের আমলের ফযীলত, মর্যাদা- মর্তবা মুবারক সম্পর্কে পবিত্র আয়াত শরীফের সাথে সাথে অসংখ্য পবিত্র হাদীছ শরীফ বর্ণিত রয়েছে। মহান আল্লাহ পাক তিনি বিশেষভাবে পবিত্র সূরা ফজর শরীফের শুরুতেই পবিত্র যিলহজ্জ শরীফ মাসের প্রথম দশ দিন ও দশ রাত্রির অনন্য খুছূছিয়ত মুবারক সম্পর্কে ঘোষণা করেছেন, উনাদের শ্রেষ্ঠত্বের কথা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ!


এই পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার মধ্যে করনীয় কিছু বিশেষ আমল সম্পর্কেই মূলত এই বইয়ে পর্যায়ক্রমে বর্ণনা করা হয়েছে। নিঃসন্দেহে এই বই পবিত্র যিলহজ্জ শরীফ মাসের আমলের ক্ষেত্রে বিশেষভাবে দিক নির্দেশনা দান করবে। সুবহানাল্লাহ!

 

আপনার মূল্যায়ন লিখুন

Note: HTML is not translated!
    খারাপ           ভালো