সুন্নত.ইনফো ×
    তেজপাতা ১০০ গ্রাম
 

তেজপাতা ১০০ গ্রাম

ট্যাগ সমূহ: Spices

  • ৳ ১৮


ঔষুধী গুনের দিক থেকে তেজপাতাকে মোটেও খাটো করে দেখার অবকাশ নেই। ডক্তারদের পরিভাষায় ডায়বেটিকস রোগের জন্য তেজপাতা একটি মহাঔষধ। এমনকি ডায়বেটিকস প্রতিরোধেও এটি আপনাকে সাহায্য করতে পারে। ঠাণ্ডা-কাশি সারাতে তেজপাতা ফুটিয়ে পানি পান করলে বা বুকে সেক দিলে উপকার পাওয়া যায়। পেট ফোলা বা যেকোন পেটের গণ্ডগোল ভাল করতে তেজপাতা হতে পারে আপনার পরম বন্ধু। বাতের ব্যথা থেকে মাথা ব্যথা, তেজপাতা যেন উপযুক্ত ব্যাথানাশক, প্রাচীন গ্রন্থগুলো প্রমাণ করে যে তেজপাতার তেল সেই পাচীন সময় থেকেই ব্যথায় মানুষকে আরাম দিয়ে চলেছে। রূপচর্চার দিক থেকেও তেজপাতা পিছিয়ে নেই মোটেও। সামান্য তেজপাতা আপনার রিংকেলস বা ব্রণের সমস্যায় দিতে পারে উপযুক্ত সমাধান। চুল পড়া বা খুশকির সমস্যা আথবা হোক উকুনের জ্বালাতন সব ক্ষেত্রেই আপনার অতি পরিচিত তেজপাতায় দেবে সমাধান মিলিয়ে। পোকামাকড়ের হামলায়  ক্ষতির পরিমান কমাতে এবং তাদের হাত থেকে বাঁচাতে বেছে নিতে পারেন তেজপাতা পেস্ট বা তেজপাতার তেল। যদি দাঁত হলুদ সমস্যায় ভোগেন তবে পেস্টের সাথে সামান্য তেজপাতা গুঁড়া ব্যবহার করুণ, পেয়ে যাবেন আপনার সমস্যার সমাধান।

এতদিন হাতের কাছে পড়ে থাকা তেজপাতায় যে আপনার নিত্য সমস্যার সমাধান দিতে পারে তা হয়ত আগে আপনার জানা ছিল না। কিন্তু, এখন থেকে তেজপাতার গুনকে আর হেলাফেলা নয়, প্রতিদিনের রান্নায় আর নিত্য সমস্যা প্রতিরোধে বেছে নিন এই অসাধারণ মশলাটিকে আর থাকুন সুস্থ, হয়ে উঠুন প্রাণবন্ত।

পার্বত্য চট্টগ্রামে আমাদের নিজস্ব জমিতে উৎপাদিত তেজপাতা আমরা সারাদেশে সরবরাহ করে থাকি, যা খুবই মানসম্মত এবং স্বাস্থ্যকর। 

 

আপনার মূল্যায়ন লিখুন

Note: HTML is not translated!
    খারাপ           ভালো