সুন্নত.ইনফো ×
    ২৫ শাওওয়াল শরীফ: সাইয়্যিদাতুনা হযরত উম্মু মুজাদ্দিদে আযম আলাইহাস সালাম উনার পবিত্রতম বিছাল শরীফ দিবস।
 

২৫ শাওওয়াল শরীফ: সাইয়্যিদাতুনা হযরত উম্মু মুজাদ্দিদে আযম আলাইহাস সালাম উনার পবিত্রতম বিছাল শরীফ দিবস।

ট্যাগ সমূহ: ইসলামি বই

  • ৳ ৫০


মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার সম্মানিতা হযরত আম্মাজান আলাইহাস সালাম হলেন সাইয়্যিদাহ হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম। তিনি ১৪৩২ হিজরী সনের ২৫শে শাওওয়াল শুক্রবার দিবাগত রাত প্রায় ১০টা ৫৫ মিনিটে খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক উনার দীদারে চলে যান। সাইয়্যিদাহ শাহী দাদীজান উনাকে যতক্ষণ সময় দেখেছি উনি সবসময় তওবা ইস্তিগফার করতেন। উনি সবসময় কুরআন তিলাওয়াত করতেন এবং তিলাওয়াত শুনতে পছন্দ করতেন, উনি প্রতি শুক্রবার হাত-পা মুবারক-এর নখ মুবারক কাটতেন। এছাড়া উনি সবসময় তাসবীহ তাহলিলে মশগুল থাকতেন। প্রায় রাত ১০টা ৫৫ মিনিটে তিনি বিছাল শরীফ লাভ করেন। বিছাল শরীফ লাভের পর উনার চেহারা মুবারক অতীব নূরানী হয়ে যায়। সুবহানাল্লাহ!

খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি ইরশাদ করেন, “খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক উনার রহমত যারা খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক উনার ওলী উনাদের নিকটে।” অর্থাৎ মুহসিনীন বান্দা-বান্দীর নিকট। তাই খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক উনার কোনো খাছ মাহবুব ওলী উনাদের বিলাদত শরীফ বা বিছাল শরীফ উভয়ই বান্দা-বান্দীদের জন্য রহমতস্বরূপ।

উল্লেখ্য, ২৫শে শাওয়াল শরীফ ১৪৩২ হিজরী হাবীবাতুল্লাহ, সাইয়্যিদাতুনা রাজারবাগ শরীফ-এর হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার পবিত্র বিছাল শরীফ দিবস। খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি সাইয়্যিদাতুনা হযরত দাদী হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। অসংখ্য অগণিত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত আমাদের প্রাণের আক্বা, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম।

সাইয়্যিদাতুনা হযরত উম্মু মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার বিছাল শরীফ স্বরণে রচিত রেসালা ২৫ শাওওয়াল শরীফ: সাইয়্যিদাতুনা হযরত উম্মু মুজাদ্দিদে আযম আলাইহাস সালাম উনার পবিত্রতম বিছাল শরীফ দিবস।
 

আপনার মূল্যায়ন লিখুন

Note: HTML is not translated!
    খারাপ           ভালো