সুন্নত.ইনফো ×

শক্তিবর্ধক সুন্নতী পানীয় নাবীয

শক্তিবর্ধক সুন্নতী পানীয় নাবীয
শক্তির জন্য কথিত এনার্জি ড্রিংক নয়, নিজেই তৈরী করুন শক্তিবর্ধক সুন্নতী শরবত নাবীয (نَبِيْذٌ)।
আপনি হয়তো জেনে খুশি হবেন, আজকে নাবীয তৈরির যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা আমাদের প্রিয় নবীজি উনার অত্যন্ত পছন্দের একটি পানীয় এবং তিনি নিয়মিত পান করতেন।
তাহলে চলুন যেনে নেই কিভাবে আপনার ঘরে তৈরী করবেন সুন্নতী পানীয় নাবীয?
উপকরন: খেজুর ও পানি
প্রস্তুত প্রণালী: (যদি সকালে পান করতে চান তাহলে রাতে ঘুমানোর আগে এটি করুন) ৫-৬টি খেজুর নিন, বিচি ফেলে ১ গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন এবং গ্লাসটি ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। সকালে পানি থেকে খেজুর আলাদা করুন অথবা সরাসরি পান করুন। খেজুরের এই পানি-ই হচ্ছে শক্তিবর্ধক পানীয় নাবীয।
এবার আসুন জেনে নেই নাবীয সম্পর্কিত পবিত্র হাদীছ শরীফ। নাবীয বিষয়ে অনেক হাদীছ শরীফ পাওয়া যায়। একটি উল্লেখ করছি-
উম্মুল মু’মিনীন আছ ছালিছা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য সকালে নাবীয তৈরি করতেন। যখন রাত হতো তিনি তা পান করতেন। অতঃপর তিনি রাতে (পূনরায়) নাবীয তৈরি করতেন। যখন সকাল হতো তিনি তা পান করতেন। ‘উম্মুল মু’মিনীন আছ ছালিছা আলাইহাস সালাম তিনি বলেন, আমি সকাল-সন্ধ্যায় নাবীয পাত্র ধুয়ে নিতাম। হযরত মুকাতিল রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার পিতা উনার খিদমতে প্রশ্ন রাখেন, দৈনিক দুইবার? তিনি জওওয়াব মুবারক দিয়ে বলেন, হ্যাঁ, দুইবার।” (আবূ দাঊদ শরীফ)
তাহলে আজই তৈরি করে ফেলুন সুন্নতী নাবীয। পান করে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই পোষ্টটি শেয়ার করে দিন।
সকলের সুস্বাস্থ্য কামনায় করছি।

  সুন্নতী খাবার