সুন্নতী চকি ব্যবহার করুন
“যে ব্যক্তি আখেরী যামানায় ফিতনা ফাসাদের যুগে একটি সুন্নত মুবারক আকড়ে ধরে থাকবে সে একশত শহীদ উনাদের মর্যাদা পাবে।” (মিশকাত শরীফ)
চকি বা খাটতো সবাই ব্যবহার করেন কিন্তু চৌকির মাপটা ও ডিজাইনটা যদি সুন্নত মোতাবেক হয়ে যায় তবে একই সাথে আপনার অনেকগুলো সুন্নত পালন হয়ে যাবে। শুধু তাই নয়, পালিত হবে মহান আল্লাহ পাক উনার আদেশ মুবারকও। সুবহানাল্লাহ!
তাহলে জেনে নিন সুন্নতী চৌকির বর্ণনা-
আমাদের প্রাণ প্রিয় নবীজী উনার চকি মুবারক ছিল চার পায়া বিশিষ্ট এবং কাঠের তৈরী। এছাড়াও চারপায়া চকির ছাউনি মুবারক ছিল দড়ির তৈরী, যার ফলে কখনো কখনো উনার জিসিম (শরীর) মুবারকে দাগ পড়ে যেত।
পরিমাপ :-
একাকী ব্যবহারের জন্যে সাড়ে চার হাত লম্বা ও দুই হাত চওড়া এবং আরেকটি সাড়ে চার হাত লম্বা এবং প্রায় সাড়ে তিন হাত চওড়া ছিল।
কাঠ: শাল, সেগুন বা শিল কড়ই গাছের কাঠ।
(সীরাতুন নবী, এবং আরো অন্যান্য সীরত গ্রন্থসমূহ)