শুকনা মরিচের উপকারিতা:
শুকনা মরিচে শুধু ঝালই নয়, সুস্বাস্থে রয়েছে শুকনা মরিচের হাজারো গুণ। তাহলে জানা যাক সেই বহুমুখি উপকারিতার কথা-
বাতের ব্যথার উপশম করে:
আর্থারাইটিস বা বাতের ব্যথায় শুকনা মরিচ দারুণ কাজ দেয়। শুকনা মরিচে থাকা ক্যাপসাইসিন যেকোনও ধরনের মাসল্ পেইন, জয়েন্ট পেইন, অস্টিও আর্থারাইটিসের যন্ত্রণা কমায়।
দৈহিক উদ্দীপনা বাড়ায়:
শুকনা মরিচে থাকা ক্যাপসাইসিন নারী-পুরুষের দৈহিক উত্তেজনা বাড়িয়ে তোলে। যা এন্ডোরফিনের ক্ষরণ বাড়িয়ে, শারীরিক চাহিদা বাড়ায়।
চোখ ভালো রাখে:
শুকনা মরিচে থাকে ভিটামিন-এ, যা চোখের জন্য খুব উপকারী। রাতকানা রোগ প্রতিরোধ করে। রেটিনার কোষের ক্ষয় আটকায়।
ক্যানসার রোধ করে:
শুকনা লাল মরিচে থাকা ফাইটোনিউট্রিয়েন্টস কোলন ক্যানসার ও স্তন ক্যানসার রোধে কাজ করে।
রক্তচাপ কমায়:
শুকনা মরিচ কোলেস্টেরল কমায়। প্লেটলেট বা অনুচক্রিকাকে জমাট বাঁধতে দেয় না। রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায়। ধমনীকে প্রসারিত করে। হাইপারটেনশন কমায়। যার ফলে কমে রক্তচাপ। কমে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি।
ইমিউনিটি বাড়ায়:
শুকনা মরিচে প্রচুর পরিমাণে ভিটামিন-এ ও সি থাকে। রোজ যদি কেউ শুকনা মরিচ খায়, তবে তার নাসিকাপথ পরিষ্কার থাকবে। অন্ত্র, মূত্রনালী ও ফুসফুসে কোনও সংক্রমণ হবে না। (তথ্যসূত্র: ঢাকা টাইমস)
নেট পরিমাণ: ১০০গ্রাম
ব্রান্ড: উসওয়াতুন হাসানাহ
প্রস্তুতকারক ও মোড়কজাতকারী: সাইয়্যিদুল ক্বসিম এগ্রিকালচার লিমিটেড