পবিত্র আশূরা শরীফ উপলক্ষে ইবাদত প্যাকেজ
আশুরা শরীফ উনার দিন সুরমা দেয়ার ফযীলত সম্পর্কে হাদীস শরীফে ইরশাদ মুবারক হয়েছে, আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন্ নাবিয়্যীন, রহমতুল্লিল আলামীন, হাবীবুল্লাহ্, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
من اكتحل يوم عاشوراء بكحل فيه مسك لم يشك علينه الى قبيل من ذلك اليوم.
অর্থঃ- “যে ব্যক্তি আশুরার দিন মেশক মিশ্রিত (ইসমিদ) সুরমা চোখে দিবে, সেদিন হতে পরবর্তী এক বৎসর তার চোখে কোন প্রকার রোগ হবেনা।” সুবহানাল্লাহ।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “যে ব্যক্তি পবিত্র আশূরা শরীফ উনার দিন গোসল করবে, মহান আল্লাহ পাক তিনি তাকে রোগ থেকে মুক্তি দান করবেন। মৃত্যু ব্যতীত তার কোন কঠিন রোগ হবেনা এবং সে অলসতা ও দুঃখ-কষ্ট হতে নিরাপদ থাকবে।” সুবহানাল্লাহ!
তাই, সে লক্ষ্যে আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচারকেন্দ্র নিয়ে এসেছে ”ইবাদত প্যাকেজ”।
এই প্যাকেজে পাচ্ছেন:
- ইসমিদ সুরমা (লাল) - ১টি
- তসবীহ - ১টি
- জায়নামাজ - ১টি