সুন্নত.ইনফো ×
    খাজিনাতুর রহমাহ মীলাদ শরীফ উনার কাছিদা শরীফ
 

খাজিনাতুর রহমাহ মীলাদ শরীফ উনার কাছিদা শরীফ

ট্যাগ সমূহ: ইসলামি বই

  • ৳ ৮০


পবিত্র মীলাদ শরীফ ও পবিত্র ক্বিয়াম শরীফে পাঠকৃত কিছু ক্বাছিদা শরীফ ও ছলাত সালাম উনার সংকলনকৃত কিতাব। 

মীলাদ শব্দের অর্থ:মীলাদ (ميلاد), মাওলিদ (مولد) এবং মাওলূদ (مولود) এ তিনটিশব্দের আভিধানিক অর্থ যথাক্রমে জন্মদিন, জন্মকাল ও জন্মস্থান প্রভৃতি।*সুপ্রসিদ্ধ ‘আল মুনজিদ’ নামক আরবি অভিধানের ৯১৮ পৃষ্ঠায় রয়েছে, الميلاد – وقت الولادة অর্থাৎ মীলাদ অর্থ- জন্মসময়।المولد – موضع الولادة او وقتها মাওলিদ অর্থ- জন্মস্থান অথবা জন্মসময়। المولود – الولد الصغيرমাওলূদ অর্থ- ছোট শিশু।*অনুরূপ ‘মিসবাহুল লুগাত’ এর ৯৬৬ পৃষ্ঠায় রয়েছে, ‘মীলাদ’ অর্থ- জন্মসময়। ‘মাওলিদ’ অর্থ- জন্মস্থান অথবা জন্মসময়। ‘মাওলূদ’ অর্থ- ছোট শিশু।*‘মীলাদ’ শরীফ অর্থ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন খতামুন নাবীয়্যিন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদত শরীফ উদ্‌যাপন। তাছাড়া আল্ মিসবাহুল মুনীর, ফিরুজুল লুগাত, গিয়াসুল লুগাত, লুগাতে সুরাহ, প্রভৃতি আরবি অভিধানে ‘মীলাদ’ শব্দের উপরোক্ত অর্থই উল্লেখ করা হয়েছে। সুতরাং মীলাদুন নবী, মাওলিদুন নবী ও মাওলূদুন নবী মুবারক শব্দগুলির অর্থ হল- সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন খতামুন নাবীয়্যিন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মুবারক বিলাদত শরীফ তথা সাইয়্যিদুল আই’য়াদ শরীফ।

দ্বীন ইসলাম উনার পরিভাষায়, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন খতামুন নাবীয়্যিন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি ছলাত-সালাম পেশ করা, উনার ছানা-ছিফত করা, উনার পবিত্র বিলাদত শরীফ সংক্রান্ত ওয়াকিয়া মুবারক ও তদসম্বলিত ঘটনাবলী আলোচনা করা এবং এ সংক্রান্ত অনুষ্ঠানই ‘মীলাদুন নবী’, সংক্ষেপে ‘মীলাদ শরীফ’ নামে অভিহিত।

 

আপনার মূল্যায়ন লিখুন

Note: HTML is not translated!
    খারাপ           ভালো