সুন্নত.ইনফো ×

জুব্বা নামটির সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। সাধারণ লম্বা আলখাল্লা বা ঢিলাঢালা জামাকে আমরা জুব্বা বলি। কিন্তু সুন্নতী জুব্বা কোনটি? রসূল পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরিধেয় সুন্নতী জুব্বা কেমন? সেই হুবহু নকশার সুন্নতী জুব্বা তৈরী করছে আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্র। 


কেন হুবহু নকশার সুন্নতী জুব্বা পড়া গুরুত্বপূর্ণ?

এ বিষয়ে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন,

وَمَا آَتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যা নিয়ে এসেছেন তা গ্রহণ করুন এবং যা নিষেধ করেছেন, তা থেকে বিরত থাকুন এবং এ বিষয়ে মহান আল্লাহ পাক উনাকে ভয় করুন। নিশ্চয় মহান আল্লাহ পাক তিনি কঠোর শাস্তিদাতা। (পবিত্র সূরা হাশর শরীফ ; পবিত্র আয়াত শরীফ ৭)


মহান আল্লাহ পাক তিনি সম্মানিত তাক্বওয়ার পোশাক পরিধান করার ব্যাপারে তাকিদ দিয়ে ইরশাদ মুবারক করেছেন,
يَا بَنِي آدَمَ قَدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا وَلِبَاسُ التَّقْوَى ذَلِكَ خَيْرٌ ذَلِكَ مِنْ آيَاتِ اللَّهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ
অর্থ: হে বনী-আদম আমি আপনাদের জন্য পোশাক অবর্তীণ করেছি, যা আপনাদের ইজ্জত-আবরুর আবৃত করে রাখেন এবং অবর্তীণ করেছি সাজ সজ্জার বস্ত্র এবং তাক্বওয়ার পোশাক, এটিই সর্বোত্তম। এটি মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার অন্যতম নিদর্শন, যাতে উনারা চিন্তা-ফিকির করেন।(সম্মানিত ও পবিত্র সূরা আরাফ শরীফ; সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ২৬)


নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঈদ, জুমুয়া এবং বিশেষ বিশেষ অনুষ্ঠানে জুব্বা মুবারক পরিধান করতেন। যার জেব এবং আস্তিনের উপর এমন কি নিম্নাংশেও সুক্ষ্ম রেশমের কারুকার্য ছিল। (তিরমিযী, আবূদাউদ শরীফ র সীরত গ্রন্থসমূহ)


সম্মানিত দ্বীন ইসলামে লিবাস বা পোশাকের গুরুত্ব অপরিসীম। পোশাক-পরিচ্ছদ যদিও বাহ্যিক বিষয় কিন্ত উহার হাক্বীক্বত অপরিসীম।
কাজেই সম্মানিত সুন্নতি পোশাকের গুরুত্ব ও ফযীলত উপলব্ধি করতে হবে এবং সকলকেই সম্মানিত সুন্নতি পোশাক পরিধান করা ফরয মনে করে সম্মানিত আমল মুবারকটি করতে হবে।

 

আপনার মূল্যায়ন লিখুন

Note: HTML is not translated!
    খারাপ           ভালো