সুন্নত.ইনফো ×
    ট্রান্সটেক সবুজ সিডিএল এলইডি বাল্ব (স্ক্রু) ১৫ ওয়াট
 

ট্রান্সটেক সবুজ সিডিএল এলইডি বাল্ব (স্ক্রু) ১৫ ওয়াট

ট্যাগ সমূহ: বাল্ব

  • ৳ ৩৫০


সিএফএল এর সবচাইতে বেটার অলটারনেটিভ অপশন হচ্ছে এলইডি ল্যাম্প। এলইডি আরো বেশি বিদ্যুৎ সাশ্রয়ী, সিএফএল থেকে একটু বেশি লাস্টিং করে, আর পারদের তো কোন প্রশ্নই আসে না। আর এলইডি’র সবচাইতে ভালো কথা হচ্ছে এই বাল্ব অন করার সাথে সাথেই ম্যাক্সিমাম ব্রাইট হয়ে যায়, যেখানে সিএফএল গ্যাস গরম করতে কিছুটা সময় নেয়। LED তে সেমি কন্ডাকটরের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হলেও শেষে কোন ফিলামেন্ট না থাকায় বাল্বগুলো গরম হয় না। LED সাধারনত ১.৫ ভোল্ট ডিসি (ডাইরেক্ট কারেন্ট) তে চলে। যেহেতু এটি অনেক কম ভোল্টে চলতে পারে, তাই বিদ্যুৎ খরচ কম। একটি ছোট ব্যাটারি দ্বারাও একে জ্বালানো সম্ভব। কিন্তু আমাদের বাড়ির বিদ্যুৎ এ অনেক বেশি ভোল্ট থাকে, প্রায় ১১০-২৫০ ভোল্ট এবং এটি এসি, যেখানে এলইডি চলার জন্য লাগে ডিসি। তাই সিএফএল’এর মতো এখানেও এলইডি’কে ঠিকঠাক মতো চলানোর জন্য প্রয়োজন সার্কিট। একটি ট্রান্সফরমার লাগানো থাকে, যেটা হাই ভোল্টেজ কারেন্ট কে ডিসিতে পরিনত করে।

 

আপনার মূল্যায়ন লিখুন

Note: HTML is not translated!
    খারাপ           ভালো