ফার্স্ট এইড বক্স কি?
প্রাথমিক চিকিৎসার জন্য অত্যান্ত জরুরী উপকরণসমূহ একসাথে রাখার জন্য যে নির্দিষ্ট বক্স ব্যবহার করা হয় তাকেই ফাস্ট এইড বক্স বলা হয়। হঠাৎ কেউ আহত হলে (যেমন- হাত-পা কেটে যাওয়া, রক্ত পড়া বন্ধ করা, ছোট কাটো আঘাতে, হঠাৎ ব্যাথা ওঠা ইত্যাদিতে) এই বক্স হাতের কাছে থাকলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেয়া সম্ভব হয়। এটি প্রত্যেক স্কুল-কলেজ, অফিস-আদালত, কল-কারখানায়, বাসাবাড়িসহ সকল স্থানে ব্যবহার করা যায়।
যে কারণে এটি আপনার ঘরে থাকা জরুরী-
- যে কোন দূর্ঘটনায় প্রাথমিক চিকিৎসা
- তাৎক্ষণিক রক্তক্ষরণ বন্ধ করতে
- আঘাতজনিত জটিলতা কমাতে
- তাৎক্ষণিক পোড়া ও ব্যথা উপশম করতে
- পোকামাকড়ের কামড়ের অস্বস্তি প্রতিরোধ করতে
অন্যান্য সুবিধা:
১। সহজে বহন করা যায় ২। একের ভিতরে সবকিছু ৩। সাথে থাকছে জরুরী প্রয়োগবিধি বা নির্দেশিকা
আমাদের ফার্স্ট এইড বক্সে প্রদত্ত সরঞ্জাম ও মেডিসিনসমুহ এবং ব্যবহারবিধি-
১. রোলার ব্যান্ডেজ : ড্রেসিংকে তার জায়গায় ভালভাবে আটকে রাখার জন্য বা অতিরিক্ত রক্তপাত হলে, ব্যান্ডেজের ওপর চাপ দিয়ে পেঁচিয়ে রক্ত বন্ধ করতে রোলার ব্যান্ডেজ ব্যবহৃত হয়। ২. Hexisol: চামড়া উঠে গেলে, ক্ষত পরিষ্কার করতে দরকার। ৩.থার্মোমিটারঃ জ্বর মাপার জন্য। ৪.তুলাঃ ময়লা পরিষ্কার করতে ব্যবহার করা হয়। ক্ষতস্থান চেপে ধরে রাখতে ব্যবহার করা হয়। ৫.গ্লাভসঃ সুই, ব্লেড, কাচ জাতিয় কিছু প্রবেশ করলে কিংবা কোন ড্রেসিং করতে গেলে ব্যবহার করতে হয় । ৬.পকেট মাস্কঃ ধুলাবালি পরিষ্কার করতে ব্যবহার করা যায়। ৭.ওয়ানটাইম ব্যান্ডেজঃ ছোট ছোট ক্ষত যাতে শুধু চামড়া ছিলে গেছে বা হালকা কেটে গেছে সেখানে প্রাথমিকভাবে ব্যবহার করা যায়। ৮.এরোডিন মলমঃ এন্টিবায়োটিক মলম যা চামড়া ক্ষত হলে ব্যবহার করা যায়। ৯. Tab. Alanil 120 mg: যে কোন ধরনের এলার্জি বা চুলকানী হলে খাবারের পর ১ টি খাবেন। ১০. Tab Napa 500 mg: জ্বর, মাথাব্যথা, চোখে ব্যথা বা হালকা ব্যথা হলে খাবারের পর ১ টি খাবেন। ১১. Tab. Solivo 375/20 mg: পেট ব্যথা ছাড়া অন্যান্য যেকোন মাঝারি থেকে তীব্র ব্যথায় খাবেন। এর জন্য আলাদা কোন গ্যাস্ট্রিকের মেডিসিন গ্রহন করা লাগবেনা। খাবারের আগে পরে খাওয়া যাবে। ১২. Cap. PPI 20 mg: গ্যাস্ট্রিকের ব্যথায় খাবারের পুর্বে খাবেন। ১৩.Tab. emistat 8 mg: বমি বা বমি বমি ভাব হলে খাবারের পুর্বে খাবেন। ১৪. Tab. Algin: পেটের যে কোন ব্যথায় খাবারের পর খাবেন। ১৫. Orsaline: পাতলা ইস্তেঞ্জা হলে বা পানিস্বল্পতা হলে পান করবেন।
বিদ্রঃ উপরোক্ত বিষয়গুলো জরুরি প্রাথমিক চিকিৎসা মাত্র। যে কোন গুরুতর সমস্যায় অবশ্যই চিকিৎসকের শরনাপন্ন হতে হবে।
ব্যবস্থাপনায়: আল মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতাল
বাজারজাতকারী: আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্র
ফার্স্ট এইড বক্সটি সংগ্রহ করতে অর্ডার করুন এখানেই।