সুন্নত.ইনফো ×
    সুন্নতী তরকারি বাটি “اَلْجَفْنَةُ (আল জাফনাহ)” বাবলা কাঠের তৈরী   (0015)
 

সুন্নতী তরকারি বাটি “اَلْجَفْنَةُ (আল জাফনাহ)” বাবলা কাঠের তৈরী (0015)

ট্যাগ সমূহ: “اَلْجَفْنَةُ (আল জাফনাহ)”কাঠের প্লেটে খাবার খাওয়া নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আখাছ্ছুল খাছ সুন্নত মুবারক

  • ৳ ৫০০


যে  ব্যক্তি আখেরী যামানায়  ফিতনা ফাসাদের যুগে একটি সুন্নত মুবারক আকরে  ধরে থাকবে সে একশত শহীদ উনাদের মর্যাদা লাভ করবে “সুবহানাল্লাহ” ! (মিশকাত শরীফ)

কাঠের প্লেটে খাবার খাওয়া নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আখাছ্ছুল খাছ সুন্নত মুবারক
খাছ সুন্নতী কাঠের প্লেট-১২
“اَلْجَفْنَةُ (আল জাফনাহ)”
جَفْنَةٌ শব্দের ব্যাখ্যায় মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার কিতাব “আল জামিউছ ছহীহু লিস সুনানি ওয়াল মাসানীদ”- ২য় খ- ১৮৯ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে-
اَلْجِفَانُ: جَمْعُ جَفْنَةٍ وَهِىَ الْأَوَانِى الْخَشَبِيَّةُ.
অর্থ:- جِفَانٌ শব্দটি جَفْنَةٌ শব্দের বহুবচন। আর তা হচ্ছে- কাঠের প্লেট।
এ ব্যাপারে “ইমতাউল আসমায়ি’ বিমা লিন নাবিইয়ী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিনাল আহওয়ালি ওয়াল আমওয়ালি ওয়াল হাফাদাতি ওয়াল মাতায়ি’ কিতাবের ২য় খ- ২২০ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে-
اَلْجِفَانُ : مُفْرَدُهَا جَفْنَةٌ وَهِىَ الْقَصْعَةُ الْكَبِيْرَةُ يُؤْكَلُ فِيْهَا.
অর্থ:- جِفَانٌ শব্দের একবচন হচ্ছে جَفْنَةٌ আর তা হচ্ছে বড় কাঠের প্লেট যাতে খাবার খাওয়া হয়।
“আল জামিউছ ছহীহু লিস সুনানি ওয়াল মাসানীদ” কিতাবের ১৭তম খ- ৩৮৩ পৃষ্ঠায় আরো উল্লেখ রয়েছে-
اَلْجَفْنَةُ: هِىَ وِعَاءٌ يُؤْكَلُ وَيُثْرَدُ فِيْهِ وَكَانَ يُتَّخَذُ مِنَ الْخَشَبِ غَالِبًا.
অর্থ:- جَفْنَةٌ (কাঠের বড় প্লেট) তা এমন পাত্র যাতে খাবার খাওয়া হয় এবং ছারীদ বানানো হয় ও খাওয়া হয়। আর এই جَفْنَةٌ তা অধিকাংশ সময় কাঠ থেকে তৈরী করা হয়। (আল জামিউছ ছহীহু লিস সুনানি ওয়াল মাসানীদ-১৭তম খ- ৩৮৩ পৃষ্ঠা)
اَلْجَفْنَةُ (বড় আকারের কাঠের প্লেট) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হুজরা শরীফ সমূহে এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের বাড়ি মুবারক সমূহে ব্যবহৃত হয়েছে
“মাক্বালাতু মাওক্বিয়িল আলূকাহ” কিতাবের ৮নং পৃষ্ঠায় উল্লেখ রয়েছে-
وَالْجَفْنَةُ مِنَ الْاَوَانِى الْمُسْتَخْدَمَةِ فِىْ بَيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وُبُيُوْتِ اَصْحَابِهٖ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاَنَّهٗ رُبَّمَا اسْتُخْدِمَتْ لِاَغْرَاضٍ شَتّٰى وَاَنَّهٗ مِنْهَا الصَّغِيْرُ وَالْكَبِيْرُ.
অর্থ:- আর جَفْنَةٌ (বড় আকারের কাঠের প্লেট) ঐ সকল পাত্র সমূহের অন্তর্ভূক্ত যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হুজরা শরীফ সমূহে ব্যবহৃত হয়েছে এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের বাড়ি মুবারক সমূহে ব্যবহৃত হয়েছে। আর নিশ্চয়ই এই কাঠের প্লেট কখনো কখনো অন্যান্য উদ্দেশ্যেও ব্যবহৃত হয়ে থাকে। আর جَفْنَةٌ (কাঠের প্লেট) তা ছোট আকারেরও হয়ে থাকে এবং বড় আকারেরও হয়ে থাকে। (মাক্বালাতু মাওক্বিয়িল আলূকাহ-৮)সুন্নতী বিষয়াদিসহ সকল প্রকার পবিত্র সুন্নতী সামগ্রী সংগ্রহ করতে যোগাযোগ করুন- আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র ০১৭৮২-২৫৫২৪৪
হাদিয়া করুন নিয়ামত লুফে নিন।01718740742 নগদ/বিকাশ পারসোনাল!sm40.com
#90daysmahfil,sunnat.info


 

আপনার মূল্যায়ন লিখুন

Note: HTML is not translated!
    খারাপ           ভালো