Inhouse product
পাকা খেজুরের আরো উপকারিতা:
পাকা খেজুর হচ্ছে পানির মতো, শুকনা ও গরম। দুর্বল পাকস্থলির জন্য সহায়ক ও পাকস্থলির শক্তিবৃদ্ধিকারী। পুরুষ ও মহিলা উভয়ের জন্য বংশবৃদ্ধির ক্ষমতা বাড়ায়। ঠান্ডা আবহাওয়ার জন্য খুবই উপযোগী এবং অত্যন্ত পুষ্টিকর।
পাকা খেজুর হচ্ছে খাছভাবে সম্মানিত মদীনাবাসী উনাদের জন্য, আমভাবে সকলের জন্য সর্বোৎকৃষ্ট ফল। শরীরের জন্য খুবই উপকারী।