বর্তমান বিশ্বে, ধুন্দল সবজি হিসেবে খুবই জনপ্রিয়। যার উপকারিতাও অপরিসীম।
অতি প্রাচীনকাল থেকেই গোসলের সামগ্রী হিসেবে গা ঘষার কাজে ধুন্দলের ছোবড়া ব্যবহার হয়ে আসছে।
আমরা কি জানি যে, ধুন্দলের ছোবড়া ব্যবহার করে গোসল করা সুন্নত।
কাজেই সকলেরই উচিৎ হবে, সুন্নত মুবারক আদায়ের লক্ষ্যে ধুন্দলের ছোবড়া ব্যবহার করে গোসল করা।