Inhouse product
টাইলসে পানির দাগ, লাল মরিচার দাগ, সাবানের দাগ ও ধুলাবালির দাগ দূর করে নতুনের মত চকচকে করে। এছাড়া টালসের ৯৯.৯% জীবাণু, ভাইরাস ও ব্যাকটেরিয়া দূর করে এবং ৯০% এলারজেন অপসারন করে। নন ব্লিচ ফর্মুলা, ক্ষয় হওয়ার কোন ঝুকি নেই।
কোথায় ব্যবহার করবেনঃ
ফ্লোর টাইলস, ওয়াল টাইলস, কিচেন টাইলস, সিড়ির টাইলস, নতুন কনস্ট্রাকশন বিল্ডিংয়ে টাইলস পরিষ্কার করার জন্য ব্যবহার করুন।
বিশেষ পরামর্শঃ
টাইলসের গাঢ় দাগ এরাতে সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করুন।
কোথায় ব্যবহার করবেন নাঃ
কাপড়, শিশুদের খাবারের পাত্র, চপিং বোর্ড, ফ্রিজ, ঝুড়ি, বেবি চেয়ার, শিশুদের খেলনা, মোবাইল ফোন, কম্পিউটার, টেলিভিশন, ল্যাপটপ, বসা বা থাকার যায়গা, কাঠের জিনিষ পত্র ইত্যাদি।
নিরাপত্তা নির্দেশাবলীঃ
ডিটারজেন্ট এবং অন্য কোন রাসায়নিক দ্রব্যের সাথে মেশাবেন না। ব্লিচ করা উপরিভাগে সাথে সাথে ব্যবহার করবেন না। শিশুদের থেকে নিরাপদ দূরত্বে রাখুন। খাবার পাত্র, প্লেট বা বাসন পত্র পরিষ্কারের জন্য ব্যবহার করবেন না। কোন চিকিৎসা সামগ্রীর সাথে ব্যবহার করবেন না।
প্রাথমিক চিকিৎসাঃ
যদি গিলে ফেলেন তাহলে জোর করে বমি করবেন না। এক বা দুই গ্লাস পানি পান করুন। যদি শরীরের কোন অংশ ত্বকে স্পর্শ করে তাহলে তা ভালো করে ধুয়ে ফেলুন। যদি চোখে যায়, অনেক বেশি পরিমান পানি নিন। যদি জালাপোড়া অব্যহত থাকে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।