এ প্রসঙ্গে পবিত্র হাদীছ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ
حَضْرَتْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ عَنْ اَبِيْهِ اَنَّ
النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَـهَى
عَنْ هَاتَيْنِ الشَّجَرَتَيْنِ وَقَالَ مَنْ اَكَلَهُمَا فَلَا يَقْرَبَنَّ
مَسْجِدَنَا وَقَالَ اِنْ كُنْتُمْ لَا بُدَّ اٰكِلِيْهِمَا فَاَمِيْتُوْهُـمَا
طَبْخًا قَالَ يَعْنِي الْبَصَلَ وَالثُّومَ.
অর্থ “হযরত মু’আবিয়াহ ইবনে কুররাহ
রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। তিনি উনার পিতা উনার থেকে বর্ণনা করেন, নূরে
মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দু’টি গাছ
খেতে বারণ করেছেন। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি ওই গাছ দু’টো খাবে সে যেনো অবশ্যই
আমাদের মসজিদে না আসে। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম তিনি আরো ইরশাদ মুবারক করেন, তোমাদের যদি একান্তই এটা খেতে হয় তাহলে
রান্না করে দূর্গন্ধ দূর করে খাও। বর্ণনাকারী বলেন, গাছ দু’টি হলো পিঁয়াজ ও রসুন।” (আবূ দাঊদ শরীফ: কিতাবুত ত্বয়ামা‘য়াহ: বাবু ফী আকলিছ ছূম: হাদীছ শরীফ নং ৩৮২৭)