Inhouse product
মির্জাপুর বেস্ট লিফ বাংলাদেশের উৎকৃষ্ট চা-বাগান থেকে নিখুঁতভাবে তুলে আনা সেরা চা- পাতার ব্লেন্ড থেকে তৈরি। এর চমৎকার সুগন্ধ আর স্বাদকে সুরক্ষিত রাখতে সর্বাধুনিক মোড়কে আপনার কাছে পৌঁছে যাচ্ছে এই অনন্য স্বাদের চা। মির্জাপুর বেস্ট লিফ-এর আকর্ষণীয় লিকার ও মনমাতানো সুগন্ধ যুগ যুগ ধরে আপনাকে মুগ্ধ করে আসছে।
বাংলাদেশের চা শিল্পে ইস্পাহানি গ্রুপের অবস্থান শীর্ষে। বৃহত্তর সিলেটে রয়েছে ইস্পাহানি টি লিমিটেড এর তিনটি বৃহৎ চা বাগান, মির্জাপুর, গাজীপুর ও জেরিন বাগান এবং চট্টগ্রামে রয়েছে নেপচুন চা বাগান। এই বাগানগুলোতে প্রতিবছর আনুমানিক ৪ মিলিয়ন কিলোগ্রাম চা উৎপাদিত হয়, যা বাংলাদেশের মোট চা উৎপাদনের ৫% এর বেশি। এখানে হেক্টর প্রতি গড় উৎপাদন প্রায় ২২৫০ কিলোগ্রাম যা দেশের সর্বোচ্চ উৎপাদনহারগুলোর অন্যতম।
প্রতিটি বাগানেই আছে আধুনিক চা উৎপাদনের যন্ত্রপাতি সজ্জিত ফ্যাক্টরি। ইস্পাহানির বাগানগুলোতে উচ্চমানের চা উৎপাদিত হয় এবং প্রতিবছর চট্টগ্রামে প্রিমিয়াম মানের চা হিসেবে নিলামে বিক্রি হয়। বর্তমানে বাংলাদেশে ১৬৭টি চা বাগান রয়েছে এবং এর মধ্যে মির্জাপুর, গাজীপুর, জেরিন ও নেপচুন সর্ববৃহৎ নিলামের শীর্ষস্থান অর্জনের জন্যে শীর্ষ দশটি চা বাগান এর তালিকায় রয়েছে।