Inhouse product
সম্প্রতি অনলাইনে জামাতী খারেজী এক বক্তা তার বক্তব্যে বলেছে যে, আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, আহলে বাইতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি মদ্যপান করেছেন। নাঊযুবিল্লাহ মিন যালিক! নাঊযুবিল্লাহ মিন যালিক! নাঊযুবিল্লাহ মিন যালিক! এরপর মাগরিব উনার নামাযে সূরা কাফিরূন ভুল পাঠ করেছেন। নাঊযুবিল্লাহ মিন যালিক! নাঊযুবিল্লাহ মিন যালিক! নাঊযুবিল্লাহ মিন যালিক! আর কিছু জামাতী মওদূদী আক্বীদার অনুসারি তার ভক্তরা বক্তব্যটা সঠিক প্রমাণের জন্য পবিত্র সূরা নিসা উনার ৪৩ নং আয়াত শরীফ উনার শানে নযূলে তিরমিযী শরীফ ও আবু দাউদ শরীফ উনার কিতাব থেকে একটা বর্ণনা দিয়ে দলীল দেয়ার চেষ্টা করেছে। নাঊযুবিল্লাহ।
বিষয়টা যেহেতু হাদীছ শরীফ উনার কিছু কিতাবেও আছে তাই ভবিষ্যতেও এ ফিতনা হতে পারে চিন্তা করে সাধারণ মানুষ যাতে বিভ্রান্ত না হয় সেজন্য চূড়ান্ত জবাব দেয়ার জন্য রচিত হয়েছে এই কিতাব। প্রমাণ করা হয়েছে খারেজীরা বিদ্বেষ বশত উনার প্রতি অপবাদ দিয়েছে।