খেজুর পছন্দ করেন না এরকম ব্যক্তি খুঁজে পাওয়া যাবেনা। এর মূল কারন হলো- নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূরপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অত্যন্ত মুবারক প্রিয় ফল এই খেজুর। খেজুর অনেক দেশেই চাষ হয়, কিন্তু মদীনা শরীফ, মক্কা শরীফ উনার খেজুরের স্বাদ বা বরকত অতুলনীয়।
আমাদের দেশে অনেকেই আরবের খেজুর বলে বিক্রয় করলেও বিভিন্ন ভেজাল রাসায়নিক দ্রব্য মিশ্রিত করার কারনে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আন্তর্জাতিক সুন্নত প্রচারকেন্দ্র খেজুর সরাসরি আরব থেকে আমদানী করে থাকেন। যা সম্পূর্ন তাজা ও ভেজাল রাসায়নিক দ্রব্যমূক্ত।