সুন্নত.ইনফো ×
    কদু/লাই (মাঝারি) LAU-LAW-LOKI-Kalebass-Bottle-Gourd
 

কদু/লাই (মাঝারি) LAU-LAW-LOKI-Kalebass-Bottle-Gourd

ট্যাগ সমূহ: শাকসবজি, কদু, সুন্নতী খাবার কদু LAU-LAW-LOKI-লাউ/কদু-Kalebass-Bottle-Gourd

  • ৳ ৬০


হাদীস শরীফে ইরশাদ মুবারক হয়েছেঃ

عن حضرت انس بن مالك رضى الله تعالى عنه انه خياطا دعا النبى صلى الله عليه وسلم لطعام صنعه فذهبت مع النبى صلى الله عليه وسلم فقرب خبز شعير ومرعا فيه دباء وقديد رايت النبى صلى الله عليه وسلم يتتمع الدباء من حوالى القصعة فلم ازل احب الدباء بعد يومئذ

অর্থ: হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত যে, জনৈক দর্জি ছাহাবী কিছু খাবার প্রস্তুত করে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দাওয়াত করলেন। আমিও হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে গেলাম। তিনি যবের রুটি আর কিছু শুরুয়া যাতে কদু ও শুকনা গোশত ছিল পরিবেশন করলেন। আমি দেখলাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পেয়ালার চতুর্দিক থেকে বেছে বেছে কদু খাচ্ছেন। সে দিনের পর থেকে আমিও কদু খাওয়া পছন্দ করতে লাগলাম। (বুখারী শরীফ)
 عن حضرت انس ان رسول الله صلى الله عليه وسلم اتى مولى له خياطا فاتى بدباء فجعل ياكله فلم ازل احبه منذ رايت رسول الله صلى الله عليه وسلم ياكله.

অর্থ: হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি দেখলাম, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে কিছু শুরুয়া উপস্থিত করা হলো যাতে কদু ও শুকনা গোশত ছিল। আমি উনাকে কদু বেছে বেছে খেতে দেখলাম। (বুখারী শরীফ)

عن حضرت انس بن مالك رضى الله تعالى عنه يقول ان خياطا دعا رسول الله صلى الله عليه وسلم لطعام صنعه قال انس فذهبت مع رسول الله صلى الله عليه وسلم الى ذلك الطعام فقرب الى رسول الله صلى الله عليه وسلم خبزا من شعير ومرقا فيه دباء وقديد قال انس رضى الله تعالى عنه فرايت رسول الله صلى الله عليه وسلم يتتبع الدباء من حول الصحفة فلم ازل احب الدباء من يومئذ.

অর্থ: হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, একজন দর্জি ছাহাবী কিছু খাবার প্রস্তুত করে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দাওয়াত করলেন। হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, আমি সে দাওয়াতে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমতে যবের রুটি এবং কিছু শুরুয়া পেশ করতে দেখলাম যাতে কদু ও শুকনা গোশত ছিল। হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, আমি দেখলাম: হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পেয়ালার চতুষ্পার্শ্ব থেকে কদু খুঁজে খাচ্ছেন। সে দিন থেকে আমি কদু ভালবাসতে লাগলাম। (বুখারী শরীফ) অতএব, সুস্পষ্ট ও অকাট্যভাবেই প্রমাণিত হলো যে, কদু খাওয়া খাছ সুন্নতের অন্তর্ভুক্ত। শুধু তাই নয় হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বয়ং নিজেই কদুকে খুব পছন্দ করতেন। সুতরাং হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যেটাকে পছন্দ করেছেন ও খেয়েছেন সেটাকে যদি কেউ অপছন্দ করে বা অবজ্ঞা করে তার ঈমান থাকে কি করে? কেননা হাদীছ শরীফ-এ স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন-

عن حضرت عبد الله بن مسعود رضى الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو تركتم سنة نبيكم لكفرتم

অর্থাৎ “হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, যদি তোমরা তোমাদের নবীর সুন্নতকে (অবজ্ঞা বা অপছন্দ করে) তরক কর, তবে তোমরা নিঃসন্দেহে কুফরী করলে।” (আবূ দাঊদ শরীফ) এর উপর ভিত্তি করেই বলা হয় যে- اهانة السنة كفر অর্থাৎ “সুন্নতকে ইহানত তথা অবজ্ঞা, অপছন্দ ও অস্বীকার করা কুফরী।”

অতএব, কদু খাওয়া সুন্নত বা হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কদুকে পছন্দ করতেন এটা জানার পরও যদি কেউ বলে যে, আমি কদুকে পছন্দ করি না। তবে সে অবশ্যই কুফরী করলো। কারণ স্বয়ং হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যেটা পছন্দ করেছেন সেটা সে অপছন্দ করলো, হাক্বীক্বত সে নবীজীরই বিরোধিতা করলো। দ্বীন সম্পর্কে যার সামান্য ইলম ও সমঝ আছে তাকে তো এটা দলীল দিয়ে বুঝানোর কোনো প্রয়োজন নেই। এজন্য তো সাধারণ আক্বলই যথেষ্ট। আল্লাহ পাক আমাদের কে বেশি করে কদু খাওয়ার তৌফিক দান করুন। আমীন।

 

আপনার মূল্যায়ন লিখুন

Note: HTML is not translated!
    খারাপ           ভালো