Inhouse product
খালিছ “আল্লাহওয়ালা” হওয়ার উদ্দেশ্যে একমাত্র অত্র প্রতিষ্ঠানেই ইলমে ফিক্বাহ উনার পাশাপাশি ইলমে তাছাউফ শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে যা শিক্ষা করা প্রত্যেকের জন্য ফরয। ফরয পরিমাণ ইলম অর্জন ও আন্তর্জাতিক সিলেবাসের মাধ্যমে ৫টি ভাষা (আরবী, বাংলা, উর্দূ, ফারসী, ইংরেজী) শিক্ষাদানের ব্যবস্থা আছে। উন্নতমানের সুষম খাদ্যের (balanced diet) ব্যবস্থা আছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পবিত্র দ্বীন ইসলাম উনার নামে অনৈসলামিক কর্মকা- যেমন, মৌলবাদ, সন্ত্রাসবাদ, বোমাবাজী, হরতাল, লংমার্চ, ইসলাম হেফাযতের নামে পবিত্র কুরআন শরীফ পোড়ানো, জান-মালের ক্ষতিসাধন, কুশপুত্তলিকা দাহ, অবাঞ্ছিত সংগঠন বা দলাদলি ইত্যাদি হারাম ও কুফরীমূলক কাজ থেকে পরিপূর্ণ মুক্ত। প্রত্যেক শিক্ষকের জন্যে ছাত্রদেরকে ‘আপনি’ বলে সম্বোধন করা শর্ত। শিক্ষার্থীদেরকে বেত্রাঘাত, মারামারি নিষিদ্ধ- একারণেই তাদের চিন্তা-চেতনা, ধ্যান-জ্ঞান, মেধা ও মগজের মধ্যেই প্রচলিত অনৈসলামিক দুষ্ট ব্যাধি ও সন্ত্রাসবাদ নেই।