Inhouse product
৪ই মাহে শাওয়াল ৯৭১ হিজরী পৃথিবীতে আগমন করেছেন এক মহান ব্যক্তিত্ব, যার উছিলায় মহান আল্লাহ তায়ালা পবিত্র দ্বীন ইসলামকে হিফাজত করেছেন। উনার নাম হযরত শায়েখ আহমদ ফারুক্বী সিরহিন্দী মুজাদ্দিদে আলফে সানী রহমতুল্লাহি আলাইহি।
মুজাদ্দিদে আলফে সানী রহমতুল্লাহি এমন বিশেষ শ্রেনীর ওলী আল্লাহ, যার সম্পর্কে হাদীস শরীফে পর্যন্ত বর্ণনা পাওয়া যায়। হাদীস শরীফগুলো নিম্নরূপ:
يُبْعَثُ رَجُلٌ عَلـٰى اَحَدَ عَشَرَ مِائَةِ سَنَةٍ وَهُوَ نُوْرٌ عَظِيْمٌ اِسْـمُه اِسْـمِىْ بَيْنَ السُّلْطَانَيْنِ الْـجَابِرَيْنِ يَدْخُلُ الْـجَنَّةَ بِشَفَاعَتِهٖ رِجَالٌ اُلُوْفًا.
“একাদশ হিজরীতে একজন মহান ব্যক্তিত্ব’র আবির্ভাব ঘটবে, তিনি হচ্ছেন ‘মহান নূর’। উনার নাম মুবারক হবে আমার নাম মুবারক-এ। তিনি দুই যালিম বাদশাহার মাঝে তাশরীফ নিবেন। উনার শাফায়াতে হাজার হাজার লোক জান্নাতে প্রবেশ করবে।” (জামউল জাওয়াম, জামিউদ দুরার)