Inhouse product
উম্মুল মুমিনীন সাইয়্যিদাতুনা হযরত আল আশিরাহ আলাইহাস সালাম উনার বিছালী শান মুবারক প্রকাশ উপলক্ষে রচিত রেসালা শরীফ।
أمها برة بنت سَمَوْأَل من بَنِىْ قُرَيْظَة وهي أخت الصحابى رفاعة بن سموال.
অর্থ: “উম্মুল মুমিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ‘আশিরহ্ আলাইহাস সালাম উনার মাতা বাররাহ বিনতে সামাওয়াল। তিনি ছিলেন বনী কুরাইযাহ গোত্রের এবং বিশিষ্ট ছাহাবী হযরত রিফা‘আহ ইবনে সামাওয়াল রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার আপন বোন।” সুবহানাল্লাহ! (সুবুলুল হুদা ওয়ার রশাদ)