মিষ্টান্ন খাওয়া সুন্নত। মিষ্টান্ন খাবারের মধ্যে লাচ্ছা সেমাই খুব জনপ্রিয় একটা ডেজারট আইটেম। খুব সময়ে অনেক সহজে তৈরি করা যায় বলে সকলের কাছেই ভীষণ জনপ্রিয় এই লাচ্ছা সেমাই।
আমাদের প্রিয় রসূল হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদের জন্য সর্বোত্তম আদর্শ এবং রহমত। তাই "শতভাগ সুন্নত শতভাগ রহমত" এই বিষয়টি উপলক্ষ্য করে সমগ্র বাংলাদেশে সর্বোপরি বিশ্বব্যাপী সুন্নত প্রচার করাই উম্মত হিসেবে আমাদের মূল লক্ষ্য।