আজকে এমন একটি খাবারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যা খাওয়ার সময় আপনার মনে হবে যেন দুনিয়াতে বসে জান্নাতের কোন খাবার খাচ্ছেন। সত্যি এমনি মনে হবে।
সেই খাবারটি একটি বরকতময় ও পবিত্র সুন্নতী খাবার। যা উম্মতকে শিক্ষা দিয়েছেন স্বয়ং আমাদের প্রিয় নবী হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। সুবহানাল্লাহ!
তাহলে দেরি না করে চলুন যেনে নেই সেই খাবার সম্পর্কে।
নাম: ক্বিচ্ছা (قِثَّاءٌ)
উপাদান: খেজুর ও শসা।
পবিত্র হাদীছ শরীফে বর্ণিত রয়েছে-
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি শশাকে খেজুরসহ খেতেন এবং ইরশাদ মুবারক করতেন যে, এটার তাপ ওটার ঠান্ডাকে দমন করে। (আবূ দাঊদ শরীফ, তিরমিযী শরীফ)
আরো বর্ণিত আছে-
হযরত আবদুল্লাহ ইবনে জাফর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে শসার সঙ্গে ‘রুত্বাব (কাঁচা খেজুর)’ খেতে দেখেছি।
(মুসলিম : ৩৮০৬)
তো আজকেই টেস্ট করে দেখুন। খাওয়ার পর কমেন্টে অনুভূতি জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের জানান।