শিশুর শিক্ষার হাতেখড়ি পরিবার থেকেই। ছোট্ট থেকেই শিশুকে বাংলার বর্ণমালা শেখানো হতো আদর্শলিপিতে। সেখানে বিভিন্ন ছবির সংযোগে বর্ণ পরিচিতি থাকতো। এরপর হতো শিশুকে বানান শেখানো। বানান শেখার পর পুরো বাক্য গঠন। এরপর পুরো লাইন জুড়ে পড়ে যেতে বলা হতো শিশুকে। ধীরে ধীরে বর্ণমালার সঙ্গে শিশুর পরিচিতি ঘটতো এভাবেই।
আমাদের মুসলিম প্রধান দেশে আমরা অধিকাংশ মুসলিম পরিবারই চাই আমাদের সন্তানেরা দ্বীনি শিক্ষার আদলে ভাষা শিখুক। কিন্তু সেই প্রয়োজন অনুভব করেনা অধিকাংশ বই প্রকাশক। ফলে সেই আদলে বইও বাজারে পাওয়া যায়না বললেই চলে। মুসলমানদের এই ধর্মীয় অনুভতি চেতনা অনুভব করে মুহম্মদিয়া জামিয়া শরীফ গবেষনা কেন্দ্র। আর তাই প্রাণীর ছবিমুক্ত ইসলামি বিষয়বস্তু দিয়ে শিশুদের ভাষা শেখার আয়োজন করেছে মুহম্মদিয়া জামিয়া শরীফ গবেষণা কেন্দ্র।
প্রাথমিক বাংলা পাঠ এরকমই একটি অসাধারণ বই যা একটি শিশুর হাতেখড়ি থেকে অর্থাৎ শিশু শ্রেণী থেকে ৩য় শ্রেণীতে পড়া শিশুদের পাঠদানের জন্য উপযোগী।