সুন্নত.ইনফো ×
    রু'ইয়াতুল হিলাল (নতুন চাঁদ তালাশ করার শরীয়ত সম্মত পদ্ধতি)
 

রু'ইয়াতুল হিলাল (নতুন চাঁদ তালাশ করার শরীয়ত সম্মত পদ্ধতি)

ট্যাগ সমূহ: চাঁদ, চাঁদ তালাশ, সুন্নত, সুন্নতী, সুন্নাত, সুন্নতী, ইসলামী বই, রু'ইয়াতুল হিলাল, রুইয়াতুল হিলাল, Ruyatul Hilal, moon

  • ৳ ৪০


কিতাব: রু'ইয়াতুল হিলাল (নতুন চাঁদ তালাশ করার শরীয়ত সম্মত পদ্ধতি)

চাঁদের সঠিক তারিখ নিশ্চিত করতেই “রু'ইয়াতুল হিলাল“ এই কিতাব মুবারক টি বের করা।

যেহেতু মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

"ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ! আপনার  নিকট মানুষেরা চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করেছে, আপনি বলে দিন , চাঁদ হচ্ছে মানুষের জন্য ইবাদত উনার সময় নির্ধারক এবং সম্মানিত হজ্জ উনার সময় ঠিক করার মাধ্যম" (পবিত্র সূরা বাক্বারা শরীফ: পবিত্র  আয়ত শরীফ ১৮৯)

আর পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছেন,

”চাঁদ দেখে রোযা রাখো, চাঁদ দেখে ঈদ করো” (হাদীছ শরীফ)

পবিত্র হাদীছ শরীফ উনার নির্দেশ মুবারক অনুযায়ী আমল করতে হলে প্রতি মাসে চাঁদ তালাশ করা ওয়াজিবে কিফায়া এবং সঠিকভাবে চাঁদ তালাশ করে সঠিক তারিখে মাস শুরু করা ফরয। চাঁদের তারিখ সঠিকভাবে শুরু না হলে প্রতি মাসের সাথে সংশ্লিষ্ট আমলসমূহ কখনই শুদ্ধ হবে না। তাই নতুন মাসের চাঁদ যেনো নির্ভুল ভাবে তালাশ করে যথাযথ ভাবে ইবাদত বন্দেগী করে মানুষ আল্লাহওয়ালা-আল্লাহওয়ালী হতে পারে সেই জন্যই “রু'ইয়াতুল হিলাল“ এই কিতাব মুবারক টি বের করা।

কাজেই প্রত্যেকেরই এই অত্যান্ত গুরুত্বপূর্ণ কিতাবটি সংগ্রহ করতে হবে।

 

আপনার মূল্যায়ন লিখুন

Note: HTML is not translated!
    খারাপ           ভালো